‘মন চাইলো, অমনি আমাকে ছাত্রলীগ বলে দিলেন?’

জবি প্রতিনিধি
২৭ জুন ২০২৫, ০৯:৫০
শেয়ার :
‘মন চাইলো, অমনি আমাকে ছাত্রলীগ বলে দিলেন?’

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি আসাদুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে দেওয়া পোস্টে জবি শিবির সভাপতি লেখেন, ‘আপনার মন চাইলো অমনি আমাকে “ছাত্রলীগ” বলে দিলেন?? এতটা নিম্ন পর্যায়ে কীভাবে নামা যায়? তা আমার জানা নেই। আপনার এই ভিত্তিহীন, অবমাননাকর ও মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

পোস্টে শিবির সভাপতি আরও লেখেন, ‘একটা বৃহৎ, ত্যাগী ও আদর্শভিত্তিক ছাত্রসংগঠনের নেতৃত্ব থেকে ছাত্রসমাজ দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে। কিন্তু যখন অযোগ্য কাউকে ধরে এনে নেতৃত্বে বসানো হয়, তখন তার কাছ থেকে দায়িত্বশীলতা আশা করাটাই বোকামি—আজ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে তা প্রমাণ করেছেন।’

আসাদুল ইসলাম লেখেন, ‘আমি স্পষ্ট করে বলছি, এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য আপনি অবিলম্বে প্রত্যাহার করুন। নিজের দল ও আদর্শ নিয়ে কিছু বলার সামর্থ্য না থাকলে, করার সামর্থ্য না থাকলে, অন্তত চুপ থাকুন। জুলাই বিপ্লবোত্তর ছাত্রসমাজ আপনার এই ঘৃণ্য ও বেপরোয়া বক্তব্য কখনোই মেনে নেবে না। দয়া করে একটি ডানপন্থী, আদর্শবাদী সংগঠনকে এভাবে সমূলে বিনাশ করিয়েন না।’

এর আগে এদিন বিকেলে জবি ছাত্রশিবির সভাপতি ও সেক্রেটারির ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ এনে বক্তব্য দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এই অভিযোগ তুলেন।

এ সময় ছাত্রদল সভাপতি বলেন, ‘বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির ছাত্রলীগ করার প্রমাণ আমাদের কাছে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সরাসরি ছাত্রলীগের কমিটিতে ছিল। বর্তমানে ছাত্রশিবির ছাত্রলীগের পুনর্বাসন করতে চেষ্টা করছে। ভবিষ্যতে এমন করা হলে আমরা মেনে নেব না। ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। তিনি সম্ভবত ২০০৮-০৯ বর্ষের শিক্ষার্থী। তার কিভাবে ছাত্রত্ব থাকে?’