পুনরায় পেছানো হলো জাকসু নির্বাচনের তারিখ

জাবি প্রতিনিধি
২৭ জুন ২০২৫, ০৯:১৯
শেয়ার :
পুনরায় পেছানো হলো জাকসু নির্বাচনের তারিখ

ফের পেছানো হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের তারিখ। পূর্ব ঘোষিত নির্বাচনের তারিখ থেকে ৪২ দিন পিছিয়ে ১১ সেপ্টেম্বর নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ ঘোষণা দেন জাবি উপাচার্য।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ কয়েকটি ছাত্রসংগঠন দাবি করে, ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আগে জাকসু নির্বাচন আয়োজন করা যাবে না। এ দাবির পরিপ্রেক্ষিতে, ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও শিক্ষার্থীদের বিচার সম্পন্ন করে আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন আয়োজন করা হবে বলে ঘোষণা করেছেন জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। সেই লক্ষ্যে আগামী ০৪ আগস্ট ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। জাবি উপাচার্য আরও জানান, আগামী ৩ আগস্ট জুলাই হামলায় জড়িত শিক্ষার্থীদের বিচার সম্পন্ন করা হবে এবং ৩১ আগস্ট ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের বিচার সম্পন্ন করা হবে।

এর আগে গত ১ মে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ জুলাই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটি ৪২ দিন পিছিয়ে আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচন আয়োজন করা হবে বলে জানান জাবি উপাচার্য।