জাবি ছাত্রদল নেতা বাবরের ছাত্রত্ব পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের

জাবি প্রতিনিধি
২৬ জুন ২০২৫, ০৮:৫৩
শেয়ার :
জাবি ছাত্রদল নেতা বাবরের ছাত্রত্ব পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবরের ছাত্রত্ব পুনর্বহালের আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

গত বুধবার, ৪ জুন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চ এ আদেশটি প্রদান করেন।

এর আগে ফ্যাসিবাদী আমলে অন্যায়ভাবে শিক্ষাগ্রহণ বাধাগ্রস্ত করার অভিযোগ এনে গত ২২ মে জাবি ছাত্রদল আহ্বায়ক বিশ্ববিদ্যালয় উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ছাত্রত্ব ফিরিতে দেওয়ার আবেদন করেন।

এরপর গত ২৭ মে উচ্চ আদালতের দুই আইনজীবী সঞ্জয় মন্ডল সাঞ্জু ও মো. আরিফুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি চেয়ারম্যান, জাবি উপাচার্য, জাবি রেজিস্ট্রার ও রসায়ন বিভাগের চেয়ারম্যানকে বিবাদী করে সংবিধানের ১০২ অনুচ্ছেদের আলোকে রিট পিটিশন দায়ের করেন। যার ফলস্রুতিতে ৪জুন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ অনতিবিলম্বে জহির উদ্দিন মোহম্মদ বাবরের ছাত্রত্ব ফিরিতে দেওয়ার আদেশ দেন।

উপাচার্য বরাবর লেখা আবেদনে বাবর বলেন, ‘২০১৪ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হওয়ার পর তাদের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ আরও বেশি বেপোরোয়া এবং ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আরও বেশি অসহনশীল হয়ে ওঠে। যারই ধারাবাহিকতায় ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি পরীক্ষা চলাকালীন সময়ে আমার রসায়ন বিভাগের পরীক্ষা হল থেকে ডেকে এনে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আসিফ (রসায়ন-৩৯) এর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা রসায়ন বিভাগের সামনে আমাকে বেধড়ক মারধর করেন। যার খবর ২৭ ফেব্রুয়ারি ২০১৫ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তী সময়ে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতায় এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে হুমকি এবং নির্যাতনের কারণে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারি নাই। যার ফলশ্রুতিতে আমি আমার নিয়মিত স্নাতকোত্তর (২০১৩-১৪) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। এর পাশাপাশি সাভার ও আশুলিয়া থানায় আমার নামে ৪টি মামলা করা হয়। ফলে, আমার শিক্ষাজীবন চালানো আর সম্ভব হয়নি।’

আইনজীবী মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমরা তার মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করি। এবং খুব দ্রুতই ইতিবাচক ফল পেয়েছি। আদালত অতিদ্রুত তার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে।’

জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, ‘শিক্ষা আমার মৌলিক অধিকার। কিন্তু অন্যায়ভাবে এটি কেড়ে নেওয়া হয়েছিল। আজ আমার সাংবিধানিক এ অধিকার ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে উচ্চ আদালত। আশা করছি আমি দ্রুতই ছাত্রত্ব ফিরে পাব।’