স্ত্রীসহ বেনজিরের ব্যাংক হিসাব-শেয়ার জব্দের নির্দেশ

আদালত প্রতিবেদক
২৫ জুন ২০২৫, ১৬:২০
শেয়ার :
স্ত্রীসহ বেনজিরের ব্যাংক হিসাব-শেয়ার জব্দের নির্দেশ

ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ ও তার স্ত্রী সাহিনা বেগমের বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ সংক্রান্ত আদেশ প্রদান করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার আদালতে দুটি আবেদন দাখিল করেন, যা আমলে নিয়ে আদালত এই নির্দেশ দেন।

আদেশে বলা হয়, বেনজির আহমেদের নামে রাজধানীর ইস্কাটন, ধানমন্ডি ও ধামরাইয়ের মোট ৪টি ফ্ল্যাট এবং পূর্বাঞ্চলে অবস্থিত ১০ কাঠার একটি প্লটসহ ১৯৩ শতাংশ জমি জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার মালিকানাধীন একটি মোটরযান, তিনটি কোম্পানির শেয়ার ও নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, দায়িত্বে থাকাকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বেনজির আহমেদ ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জন করেছেন। তার মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট ১১টি ব্যাংক হিসাবে মোট ৮৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ২৫৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, এসব অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের চেষ্টা করেছেন তিনি।

দুদক আরও জানিয়েছে, মামলার তদন্তে জানা গেছে, বেনজির আহমেদ তার মালিকানাধীন সম্পদ বিক্রি বা অন্যত্র হস্তান্তরের প্রচেষ্টা চালাচ্ছেন। এ অবস্থায় রাষ্ট্রীয় স্বার্থে এসব সম্পদ ক্রোক ও হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

এদিকে, সাহিনা বেগমের বিরুদ্ধে আবেদনে উল্লেখ করা হয়, তিনি ও বেনজির আহমেদ যৌথভাবে অসৎ উদ্দেশ্যে ৯৭ কোটি ৪৭ লাখ ৩৮৫ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদের মালিক হয়েছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালত সাহিনা বেগমের একটি কোম্পানির শেয়ার, একটি ডিপোজিট এবং দুইটি ব্যাংক হিসাবে থাকা এক কোটি ২০ লাখ ৮৬ হাজার ৫৯৩ টাকা অবরুদ্ধের নির্দেশ দেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, যদি অবরুদ্ধ না করা হয়, তবে বিচারকালে এসব সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না, যা রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে।