বিইউপিতে ক্যারিয়ার ও শিক্ষা ফেস্ট শুরু
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ ‘BUP Career and Education Fest – 2025’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সোমবার বিইউপি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এ আয়োজন ২৩-২৫ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
এটি বিইউপি ক্যারিয়ার ক্লাবের অষ্টমবারের মতো আয়োজিত বার্ষিক ফ্ল্যাগশিপ ইভেন্ট। প্রতি বছরের মতো এবারও আয়োজনে থাকছে ক্যারিয়ার বিষয়ক সেমিনার, কোম্পানি এনগেজমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রম এবং শিল্পখাতের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ। এ বছর Career Fest এ দেশের ৩৫টিরও বেশি খ্যাতনামা কোম্পানি অংশগ্রহণ করছে। শিক্ষার্থীরা নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সিভি জমা এবং বিভিন্ন খাতে ক্যারিয়ার গঠনের বিষয়ে সম্মক ধারণা লাভ করবেন। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক প্রস্তুতি ও কর্মক্ষেত্রের চাহিদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এছাড়াও বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডিসহ সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।