শামীম ওসমানের পরিবারের ২৯টি ব্যাংক হিসাব ও ২টি প্লট জব্দ

আদালত প্রতিবেদক
২২ জুন ২০২৫, ১৬:৪০
শেয়ার :
শামীম ওসমানের পরিবারের ২৯টি ব্যাংক হিসাব ও ২টি প্লট জব্দ

দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলাকালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের মোট ২৯টি ব্যাংক হিসাব এবং রাজধানীর পূর্বাচল ও উত্তরার দুটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের পক্ষে উপপরিচালক রেজাউল করিম সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ রয়েছে—শামীম ওসমান বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন এবং তিনি তার স্থাবর সম্পদ বিক্রি কিংবা ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তরের পরিকল্পনা করছেন। ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

আদালতের আদেশ অনুযায়ী, শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমীসহ স্বার্থসংশ্লিষ্টদের হিসাবগুলো অবরুদ্ধ করা হয়েছে। এ সব হিসাবে মোট ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা রয়েছে।