সাবেক ভূমিমন্ত্রীর তিন সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিন সন্তান—জেবা জামান, তানায়েম জামান চৌধুরী এবং সাদাকাত জামানের বিদেশগমন নিষিদ্ধ করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মশিউর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানে টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাইফুজ্জামানের তিন সন্তান দেশত্যাগ করতে পারেন এমন আশঙ্কা রয়েছে। ফলে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমন রোধ করা প্রয়োজন।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়।
সাইফুজ্জামান চৌধুরী ২০১৩ সালের উপনির্বাচনে চট্টগ্রাম-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে চট্টগ্রাম-১৩ আসন থেকে পুনরায় নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৯ সালে ভূমিমন্ত্রী হন তিনি এবং সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও চট্টগ্রাম-১৩ আসন থেকে নির্বাচিত হন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি