মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে করণীয় কি?

ধর্ম ডেস্ক
২০ জুন ২০২৫, ০৯:৩৪
শেয়ার :
মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে করণীয় কি?

পরকালে সফল হতে মহান আল্লাহর হুকুম যেমন মেনে চলা জরুরি, তেমনি রাসুল (সা.) এর আদর্শ ও তাঁর দেখানো পথ অনুসরণও জরুরি। পবিত্র কুরআনে খোদ মহান রব ঘোষণা দিয়েছেন, ‘হে নবী আপনি তাদের বলে দিন- যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু’ (সুরা আল-ইমরান, আয়াত: ৩১)।

অন্যদিকে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর মধ্যদিয়ে ক্ষণস্থায়ী পৃথিবী থেকে বিদায় নিয়ে চিরস্থায়ী আশ্রয়স্থলে প্রবেশ করতে হবে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমাদের পূর্ণমাত্রায় বিনিময় দেয়া হবে। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন হতে রক্ষা করা হলো এবং জান্নাতে দাখিল করা হলো, অবশ্যই সে ব্যক্তি সফলকাম হল, কেননা পার্থিব জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছুই নয়। (সুরা ইমরান, আয়াত: ১৮৫)

এ ক্ষেত্রে কেউ মারা গেলে তার কাছে তার চিরস্থায়ী আবাসস্থল কি হবে, সেটি তুলে ধরা হয়। হাদিসে এসেছে, ইবনু উমার (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, মারা যাওয়ার পর মৃত ব্যক্তির সামনে তার মূল বাসস্থানকে তুলে ধরা হবে। সে যদি জান্নাতি হয় তবে জান্নাতের বাসস্থান আর যদি সে জাহান্নামী হয় তবে জাহান্নামের বাসস্থান। পরে বলা হবে, এই তোমার স্থান। অবশেষে আল্লাহ তা’আলা তোমাকে কিয়ামতের দিন উত্থিত করবেন। (তিরমিজি, হাদিস: ১০৭২)

তবে প্রায় সময় অনেকে স্বপ্নে মৃত বাবা-মা বা আত্মীয়-স্বজন কিংবা পরিচিত কাউকে দেখেন। এ নিয়ে নানা কথাও শোনা যায়। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে মূলত দু’টি অবস্থার কোনো একটি হয়ে থাকে। একটি হলো মৃত ব্যক্তিকে নিয়ে ভালোকিছু দেখা আর অন্যটি খারাপ কিছু দেখা।

জনপ্রিয় এই ইসলামি স্কলারের মতে, স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখার পর নিজের মধ্যে অস্থিরতা কাজ করলে, বা মৃত ব্যক্তি কষ্টে আছেন এমন কিছু দেখলে তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত। সেই সঙ্গে সামর্থ্য অনুযায়ী মৃত ব্যক্তির পক্ষ থেকে দান-সদকা করতে হবে। এছাড়া সামর্থ্য থাকলে মৃত ব্যক্তির নামে হজ-ওমরার মতো কাজসহ যেসব কাজের সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছায় সেগুলো সামর্থ্য অনুযায়ী করা উচিত।

আর যদি মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার পর এমন কোনো ধরনের অনুভূতি না হয়, বরং যদি এমন মনে হয় যে, ওই ব্যক্তি ভালো আছেন, বা হাসি-খুশি আছেন, তাহলে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। সেই সঙ্গে এমন কিছু দেখলে সু-ধারণা পোষণ করতে হবে। তবে মনে রাখতে হবে, কেউ স্বপ্নে যা দেখবে, সেটি কোনো দলিল নয়। খারাপ কিছু দেখলেই এমন মনে করা যাবে না, ওই ব্যক্তি আজাবে আছেন, বা জাহান্নামে আছেন। সবসময় সু-ধারণা রাখতে হবে।