দৈনিক আমাদের সময়ের মার্কেটিং বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
১৯ জুন ২০২৫, ১৯:১২
শেয়ার :
দৈনিক আমাদের সময়ের মার্কেটিং বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত জাতীয় পত্রিকা দৈনিক আমাদের সময়। মার্কেটিং টিমের জন্য একজন দক্ষ ও উৎসাহী এক্সিকিউটিভ নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আগামী ৩০ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:

৩০/০৬/২০২৫

পদের নাম:

এক্সিকিউটিভ

চাকরির ধরন:

মার্কেটিং

চাকরি:

পূর্ণকালীন

পদের সংখ্যা:

০২

দায়িত্বসমূহ:

১. দর্শকের কাছে পৌঁছাতে ও বিক্রয় টার্গেট পূরণের জন্য কৌশল তৈরি।

২. মার্কেট ট্রেন্ড গবেষণা ও বিশ্লেষণ এবং গ্রাহকের চাহিদা বুঝে সিদ্ধান্ত নেওয়া। 

৩. বিজ্ঞাপনদাতাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ও নতুন ক্লায়েন্ট তৈরি করা। 

৪. বিজ্ঞাপনের জন্য সরকারি এবং বেসরকারি অফিসের সঙ্গে যোগাযোগ রক্ষা করা।

৫. মার্কেটিং পরিকল্পনা তৈরি করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা।

৬. বিভাগীয় প্রধানের দেওয়া দায়িত্ব পালন করা।

শিক্ষাগত যোগ্যতা: 

মার্কেটিং বা অন্য কোনও সম্পর্কিত বিষয়ে বিবিএ/এমবিএ।

অভিজ্ঞতার ক্ষেত্রে (যদি থাকে): 

সংবাদপত্র

ব্যবসার ক্ষেত্র (যদি থাকে): 

সংবাদপত্র

অভিজ্ঞতা: 

সর্বনিম্ন ১-৩ বছর 

অন্যান্য যোগ্যতা (যদি থাকে)

• সময়ের মধ্যে কাজ জমাদানের দক্ষতা  

• পরিশ্রমী, সৎ, উদ্যমী এবং উদ্ভাবনী

• সৃজনশীলতা, সততা, উদ্যোগ, সুসংযুক্ত এবং কল্পনাশক্তি থাকা

• শক্তিশালী যোগাযোগ দক্ষতা 

• অফিসে সবার সঙ্গে কাজ করতে পারার দক্ষতা

আবেদন করতে পারবেন: 

শুধুমাত্র পুরুষ

বয়সসীমা: 

২২ থেকে ৩০ বছর

কর্মস্থল: 

ঢাকা

অফিস ঠিকানা: 

তেজগাঁও

বেতন: 

আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: 

কোম্পানির নীতিমালা অনুযায়ী

প্রার্থীকে (hr.ashomoy25@gmail.com) এই মেইলে সিভি পাঠাতে হবে।