সৌদিতে ব্যবসায়ী পেয়ার আহমেদের মৃত্যু, দেশে আনা হচ্ছে মরদেহ

অনলাইন ডেস্ক
১৪ জুন ২০২৫, ১৮:৩৭
শেয়ার :
সৌদিতে ব্যবসায়ী পেয়ার আহমেদের মৃত্যু, দেশে আনা হচ্ছে মরদেহ

সৌদি আরবে ব্যবসায়ী পেয়ার আহমেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার সৌদি আরবে মক্কায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহ ওয়ান্নাহ ইলাহি রাজিউন)।

নোয়াখালী জেলা সেনবাগ থানার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ইসলাম পাটোয়ারী বাড়ি মৃত আবদুল হালিমের ছোট ছেলে পেয়ার আহমেদ।

তার অকাল মৃত্যুতে গভীর শোক এবং শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান যুক্তরাষ্ট্র প্রবাসী হাসান মঞ্জুর। তিনি বলেন, ‘আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’

উল্লেখ্য, পেয়ার আহমেদের মরদেহ দেশে আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।