পর্তুগালে সবচেয়ে বড় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

মনির হোসেন লিসবন,পর্তুগাল
০৭ জুন ২০২৫, ১০:৫৩
শেয়ার :
পর্তুগালে সবচেয়ে বড় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে ইউরোপের সর্ববৃহৎ পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় রাজধানী লিসবনের মার্তিম মনিজ পার্কে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত প্রধান জামাতে প্রায় ৫/৭ হাজার মুসল্লি একসঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেন। এই ঈদ জামাতে প্রবাসী বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান, মরক্কো ও আফ্রিকার বিভিন্ন দেশের মুসলমানরা অংশগ্রহণ করেন। 

বর্তমানে এটি ইউরোপের অন্যতম বৃহৎ ঈদের জামাত হিসেবে পরিচিত। স্থানীয় সময় সকাল ৮ টায় নামাজ শুরু হয় নামাজের ইমামতি ও খুৎবা প্রদান করেন বাইতুল মোকাররম জামে মসজিদের ইমাম ও খতিব অধ্যাপক মুফতি মাওলানা আবু সাঈদ।

নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন নামাজ আগত মুসল্লিরা ।

লিসবনের পাশাপাশি পর্তুগালের অন্যান্য শহরগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। গিমারাইস, ব্রাগা, পর্তু, কাসকাইস, আলগারভ, ভিলা নোভা দা মিলফন্টেস, কুইমরা, মাদেইরা, সাগরকন্যা আছোরেস দ্বীপপুঞ্জসহ শতাধিক স্থানে প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য মুসলিম কমিউনিটির উদ্যোগে ঈদের নামাজ আদায় করা হয়।