ঈদ যাত্রায় কুয়েত প্রবাসীদের ভোগান্তি

কুয়েত প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ১৫:০৩
শেয়ার :
ঈদ যাত্রায় কুয়েত প্রবাসীদের ভোগান্তি

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশে ফেরার পরিকল্পনা করছেন অনেক কুয়েতপ্রবাসী বাংলাদেশি। বাংলাদেশ বিমান,কুয়েত এয়ারলাইন্স, জাজিরা কুয়েত ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করেও ঈদের আগে কোন বিমানে সিট খালি নেই। বিমান ভাড়া বেড়েছে ৩ গুণ। 

ঈদের আগে ১ লাখ থেকে দেড় লাখ টাকায় ৪ থেকে ৫ ঘন্টা টানজিট ফ্লাইটের ভাড়া। স্বল্প আয়ের প্রবাসীদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের স্বপ্ন থাকলেও পূরণ হবে না আবার ঈদের পরে যাবে এই চিন্তায় ছুটি বাতিল করেছেন অনেক প্রবাসী।

ছুটি পাস হয়ে যাওয়াতে বাধ্য হয়ে বেশি দামে ৪ থেকে ৫ ঘন্টা টানজিট ফ্লাইটের টিকেট নিচ্ছেন অনেক প্রবাসী। এছাড়া কুয়েত চট্টগ্রামের রুটে সরাসরি ফ্লাইট না থাকায় কক্সবাজার ও খাগড়াছড়ি,ফেনী,নোয়াখালী সহ চট্টগ্রাম বিভাগের যাত্রীরা দুই বিমানবন্দর ঘুরে যেতে হচ্ছে বাড়ি। দীর্ঘদিন ধরে এই রুটে বিমানের ফ্লাইট চালুর দাবি জানিয়ে আসছে চট্টগ্রামের প্রবাসীরা।

ঈদের পূর্বের নির্ধারিত ৩,৫,৭ জুন ৩ টি ফ্লাইট ছাড়া হজ্ব ফ্লাইট পরিচালনার ফলে কুয়েত ঢাকা রুটে ১১ জুলাই পর্যন্ত বন্ধ রয়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইট 

টিকেট করেও কারও যদি নতুন পাসপোর্টের থাকে সেটার সঙ্গে সিভিল আইডির তথ্যের অমিল থাকলে অথবা কোন ধরণের মামলায় জরিমানা থাকলে ফ্লাইটের পূর্বে সেটার সমাধান ছাড়া ভ্রমণের রয়েছে নিষেধাজ্ঞা ।