পবিপ্রবি অধ্যাপক ড. জিল্লুর রহমান মারা গেছেন

জাবি প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ০৯:২৮
শেয়ার :
পবিপ্রবি অধ্যাপক ড. জিল্লুর রহমান মারা গেছেন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. জিল্লুর রহমান ফুসফুস ক্যানসারজনিত কারণে মারা গেছেন। আজ মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর ইবনে সিনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

ড. জিল্লুর রহমান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়া তিনি ২০০৫ সালে ইবনে সিনা ট্রাস্ট কতৃক এমফিল ফেলোশিপ এবং ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কতৃক পিএইচডি ফেলোশিপ লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল, শেক্সপিয়ার, বিংশ শতাব্দীর কল্পকাহিনী, গবেষণা পদ্ধতি, পরিবেশ-কবিতা, মানবাধিকার এবং সাহিত্য, নজরুল অধ্যয়ন।