বিইউপিতে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি
২৮ মে ২০২৫, ২১:৩১
শেয়ার :
বিইউপিতে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী (জন্মজয়ন্তী) যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।

আজ বুধবার বিইউপির বিজয় অডিটোরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন।

নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতা, সাম্যবাদ ও সাহিত্য-সংগীতে অবদানের ওপর আলোকপাত করে তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য অনুপ্রেরণা। যিনি শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়েছেন।’

আলোচনা ছাড়াও এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে নজরুলের গান, কবিতা ও আবৃত্তির মাধ্যমে কবির জীবন ও কর্মকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।