হেনস্তার প্রতিবাদ /
নিউমার্কেটে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী নিউমার্কেটে এক দোকানে নারী শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন। এতে আহত হন বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিউমার্কেটের চাঁদনী চক মার্কেটের ‘জেসমিন ফেব্রিকস’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের একজন, দর্শন বিভাগের শিক্ষার্থী ফারহান জানান, তিনি, আয়াজ ও সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী মাসরাত ওই দোকানে কাপড় কিনতে যান। কাপড়ের দাম নিয়ে আলোচনা চলাকালে দোকানকর্মীরা মাসরাতকে উদ্দেশ্য করে অরুচিকর ও অবমাননাকর মন্তব্য করেন।
ফারহান জানান, এক দোকানকর্মী বলেন, এসব ছোটলোক মার্কেটে আসে কীভাবে? তোদের কাছে কাপড় বেচব না।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফারহান তার বন্ধু শাহেদ ও রূপককে ফোন করে ঘটনাস্থলে ডাকেন। তারা হেনস্তার প্রতিবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, দোকানের ম্যানেজার ও আশপাশের দোকানিরা মিলে শিক্ষার্থীদের ‘চোর’ বলে চিৎকার করতে থাকেন এবং একপর্যায়ে তাদের ওপর শারীরিক হামলা চালানো হয়।
হামলায় শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমানের মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে। পরে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের স্ট্যাট অফিসের সুপারভাইজার মো. আমানুল্লাহ নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
থানা সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিলন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও চারজনকে শনাক্ত করা হয়েছে।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মাহফুজুল হক জানান, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা ছিল। ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে।