জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে কর্মীসভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করে কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন প্রধান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগ্রামী সদস্য সচিব মো. আল আমিন।
নতুন কমিটি গঠন উপলক্ষে বিভিন্ন প্রার্থী নিজ নিজ অবস্থান প্রদর্শন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মো. শাকির আহমেদ, প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. রিসালাত ইসলাম সজীব প্রমুখ।
কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটির পদপ্রত্যাশী নেতারা হলেন, যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ ফরাজী, মো. আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম হৃদয়, মো. মোসাদ্দেক আহসান নয়ন, মো. মহিউদ্দিন, মো. অনিক, মো. আল মামুন ও হাবিব। সম্মানিত সদস্য: মো. শামীনুর ইসলাম শামীম ,মামুন সরকার, আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা জাহিদ হোসেন পারভেজ ও নওশাদ প্রমুখ।
কমিটির বিষয়ে সভাপতি প্রার্থী কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ ফরাজী বলেন, এটি ২০২১ সালের কমিটি। বিগত ১৫ বছরে হামলা-মামলার স্বীকার ত্যাগী, অবিবাহিত এবং যাদের ছাত্রত্ব আছে এমন নেতাকর্মীদের মূল্যায়ন করা হোক।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
উল্লেখ্য ২০২১ সালের ১৬ই জুন ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কথা থাকলে তখনকার পরিস্থিতিতে মাত্র ২৯ জন ছাত্রনেতা সিভি জমা দেয়।তাদের সিভি যাচাই বাছাই করে ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।