দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের নামে মামলার আবেদন

আদালত প্রতিবেদক
১৮ মে ২০২৫, ১৬:৪২
শেয়ার :
দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের নামে মামলার আবেদন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা করার অভিযোগে সৃষ্টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সচিবের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন হারুন অর রশিদ নামে এক ব্যক্তি। আজ রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট জিয়াদুর রহমানের আদালতে তিনি মামলার আবেদন করেন।

মামলার আসামির হলেন দুদকের সাবেক তিন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।

বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান (হাসান) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,‘আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামি ২৫ মে আদেশের জন্য রেখেছেন।’

মামলায় অভিযোগ করা হয়, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার পর থেকে সাজা হওয়াসহ তৎপরবর্তী ঘটনাগুলো বিচার কার্যক্রমের সংশ্লিষ্ট বিধায় হারুন অর রশীদ বিচার কার্যক্রমের আওতাধীন কোনো বিষয়ে অভিযোগ করেনি। এ সব ঘটনাসমূহে জড়িতদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে কিনা তা আদালতের এখতিয়ারাধীন বিষয়। এ আসামিরাসহ অজ্ঞাতনামা আসামিরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করার পূর্বে এই মিথ্যা অভিযোগ সৃজন করার জন্য পরস্পর যোগসাজসে যে অপরাধমূলক পরিকল্পনা করা, মিটিং করা, ষড়যন্ত্র করা সহ যেসকল অপরাধমূলক কাজ করেছে তা বাংলাদেশের বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ।