জবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জুন

জবি প্রতিনিধি
১৭ মে ২০২৫, ১৫:৪৫
শেয়ার :
জবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস আগামী ২২ জুন থেকে শুরু হবে।

আজ শনিবার এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

তিনি বলেন, প্রথম বর্ষে ভর্তি শেষ পর্যায়ে আছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ৯৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে।

উপাচার্য বলেন, ‘তৃতীয় মেরিটের ভর্তি শেষ। চতুর্থ মেরিট তালিকার বাকি আসনগুলো পূর্ণ হয়ে যাবে।’

প্রসঙ্গত, গতকাল শুক্রবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ায় উচ্ছাসিত ছিল শিক্ষার্থীরা। পরে টানা তিন দিনের আন্দোলন শেষে হাসি মুখে ক্যাম্পাসে ফিরলেন শিক্ষার্থীরা। 

চার দফা দাবি মেনে নেওয়ার কথা জানিয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচাল বাজেট বৃদ্ধি করার মাধ্যমে প্রথম দাবির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাজেট বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মানের সিদ্ধান্ত হয়েছে, কাজ শুরু হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে, ইতোমধ্যে শুরু হয়েছে।’