আজও কাকরাইলে জবি শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন দফা দাবি পূরণে টানা দ্বিতীয় দিনের মতো কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা। এতে ওই পথের যান চলাচল বন্ধ হয়ে আছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিচ্ছেন।
এর আগে গতকাল বুধবার দিনভর আন্দোলনের পর রাতেও শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেন। দাবি আদায় না করে ক্যাম্পাসে ফিরবেন না বলে জনিয়েছেন তারা।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-
আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে ;জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা।
এদিকে গতকালের মতো আজও মৎস্যভবন থেকে কাকরাইলের দিকে যাওয়ার সড়ক ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এছাড়া প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তাও বন্ধ করে দিয়েছেন তারা।
এছাড়া কাকরাইল মসজিদের সামনে কাকরাইল মোড়ে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখা যায়। এ সময় শিক্ষার্থীদের সড়কের মাঝপথে বসে পড়তেও দেখা গেছে।
উল্লেখ্য, আন্দোলন ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার নিরাপত্তায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।