সপরিবারে নানকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক
১৪ মে ২০২৫, ১৮:৪২
শেয়ার :
সপরিবারে নানকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস এবং মেয়ে এস আমরিন রাখির বিদেশে যাওয়া নিষিদ্ধ করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দিয়েছেন।

নানকের মামলায় দুদকের সংস্থার উপপরিচালক মনিরুজ্জামান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, জাহাঙ্গীর কবির নানক এবং অন্যান্যদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।