সাম্য হত্যাকাণ্ড: ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি ছাত্রদলের
শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার দুপুরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এই দাবি জানায় সংগঠনটি।
এ সময় ‘নিরাপদ ক্যাম্পাস, আমাদের অধিকার’, ‘দফা এক দাবি এক, দালাল ভিসির পদত্যাগ’, ‘দফা এক দাবি এক, প্রক্টরের পদত্যাগ’, ‘নয় মাসে দুই খুন, ভিসি তোমার অনেক গুণ’, ‘আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে?’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এর আগে বেলা ১২টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। সেখান থেকে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও কলাভবন এলাকা হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!