নতুন মামলায় গ্রেপ্তার আমু-ইনু-মেননসহ ৭ জন

আদালত প্রতিবেদক
১৪ মে ২০২৫, ১৪:৪৭
শেয়ার :
নতুন মামলায় গ্রেপ্তার আমু-ইনু-মেননসহ ৭ জন

জুলাই ছাত্র আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ি থানার পৃথক সাত মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ ৭ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন, সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু। 

এদিকে বংশাল থানার শেখ মেহেদী হাসান জুনায়েদ (মোস্তাকীন) হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

ঢাকার মেট্টোপলিটন ম্যাজওস্ট্রট মো. মিনহাজুর রহমান এ আদেশ দেন। 

১০টা ৩৫ মিনিটের দিকে শুনানি শুরু হয়। শুরুতে বিচারক সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘দয়া করে কেউ কথা বলবেন না। আর আসামির ডকে যারা আছেন তাদের সঙ্গে অনুমতি ছাড়া কথা বলবেন না।’

এসময় আমির হোসেন আমুর আইনজীবী আদালতকে বলেন ‘তিনি বয়স্ক, অসুস্থ। দাঁড়িয় থাকতে পারছেন না। তার বসার ব্যবস্থা করার প্রার্থণা করছি।’

তখন বিচারক বলেন, ‘তিনি (আমির হোসেন আমু) আসছেন।’

পরে শাজাহান খান বলেন, ‘আমাদের মুরুব্বি আমির হোসেন আমু সাহেব অসুস্থ। তার বসার ব্যবস্থা করেন।’

এরপর বিচারক তার বসার ব্যবস্থা করতে বলেন। পরে তাকে বসার জন্য টুল দেওয়া হয়। এরপর শুনানি শুরু হয়।

গ্রেপ্তার দেখানোদের মধ্যে আনিসুল হককে তিন মামলায়, আমু-মেনন-ইনু-পলককে দুটি করে মামলায়, মনুকে তিন মামলায় এবং শাজাহান খানকে এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলাগুলো হত্যা এবং হত্যাচেষ্টার।

শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আর জাহাঙ্গীর আলমের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক তাপস চন্দ্র পন্ডিত। 

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। জাহাঙ্গীর আলমের পক্ষে ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অসুস্থ বিবেচনা করে প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাদের প্রার্থণা করেন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।