কাতারে দিগন্ত এক্সপ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মীদের প্রশংসা পত্র প্রদান

প্রবাস ডেস্ক
১১ মে ২০২৫, ০৯:৩৩
শেয়ার :
কাতারে দিগন্ত এক্সপ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মীদের প্রশংসা পত্র প্রদান

কাতারে বহু প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টিকারী বহুল আলোচিত বাংলাদেশি মালিকানাধীন স্বনামধন্য প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং এন্ড হসপিটালিটি কোম্পানির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 

স্থানীয় সময় শুক্রবার রাত ৯টায় কাতারের রাজধানী দোহায় নাজমা এয়ারপোর্ট রোড পাঁচ তারকা স্টিজেবার্জার হোটেলের বল রুমে দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং এন্ড হসপিটালিটি কোম্পানির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন করা হয়। 

কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, কোম্পানিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের সাটিফিকেট প্রদান ও ভিডিও চিত্রের মাধ্যমে প্রতিষ্ঠানটির গত সাত বছরের সাফল্য তুলে ধরা হয়।

দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং এন্ড হসপিটালিটি কোম্পানির সিইও মোহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও কোম্পানির মার্কেটিং ম্যানেজার ফজলুল হক মাহবুব এর পরিচালনায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল হাসান, বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, কাতার বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ সাবেক সভাপতি রশিদ আহমেদ চৌধুরী। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতার বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, কাতার বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, কাতার এরাবিয়ান এক্সচেঞ্জের সিইও নুরুল কবির চৌধুরী প্রমুখ। 

দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং এন্ড হসপিটালিটি কোম্পানির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে কাতার বাংলাদেশ কমিউনিটির ব্যাপক সংখ্যাক ব্যক্তিবর্গ ও কাতারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘কাতারে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যেই অন্যতম একটি প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং এন্ড হসপিটালিটি কোম্পানি। প্রতিষ্ঠানটি কাতারে গত সাত বছর যাবত হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি করেছে। প্রবাসের মাটিতে বাংলাদেশি উদ্যোক্তাদের কারণে কাতারে কাজের সন্ধানে দেশ থেকে নতুন ভিসায় আসা সাধারণ প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে।’

এছাড়া বাংলাদেশি উদ্যোক্তা ও প্রবাসীদের কর্মসংস্থানের কারণে কাতার থেকে বছরে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স যাচ্ছে বলে জানান এই রাষ্ট্রদূত। 

দিগন্ত এক্সপ্রেস সিইও জসিম উদ্দিন বলেন, ‘ব্যবসার ক্ষেত্রেই ব্যাপক সম্ভাবনার একটি দেশ কাতার। ইনভেস্ট, শ্রম, মেধা ভালভাবে কাজে লাগিয়ে কাতারে উদ্যোক্তা হয়ে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এ দেশ থেকে বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স পাঠিয়ে ব্যাপকভাবে অবদান রাখা সম্ভব। গত সাত বছরে তার দিগন্ত এক্সপ্রেস কোম্পানি কাতারে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।’

কাতার প্রবাসী বাংলাদেশিদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলারও আহ্বান জানান তিনি।