অবশেষে হলো পরিচালক সমিতির নির্বাচন, নেতৃত্বে যারা
কয়েক দফা পেছানোর পর অবশেষে অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ভোট। সভাপতি পদে পরিচালক শাহীন সুমন ১৬৬ ভোট পেয়ে হারিয়েছেন মুশফিকুর রহমানকে। অন্যদিকে, মহাসচিব পদে ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহীন কবির, তিনি হারিয়েছেন সাফি উদ্দিনকে।
আজ শুক্রবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি আবুল খায়ের; উপমহাসচিব কবিরুল ইসলাম; কোষাধ্যক্ষ সায়মন তারিক; প্রচার-প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী; আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব বন্ধন বিশ্বাস; সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুই বছর মেয়াদি পরিচালক সমিতির নেতৃত্বে নির্বাচিত সদস্যরা হলেন ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন, পল্লী মালেক, জাকির হোসেন, বজলুর রাশেদ চৌধুরী, সাইদুর রহমান, হাবিবুল ইসলাম, জয় সরকার, গাজী মাহবুব ও বুলবুল বিশ্বাস।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এ নির্বাচনে আগামী দুই বছরের জন্য পরিচালক সমিতির নতুন নেত্বত্ব নির্বাচিত হয়। সন্ধ্যা সোয়া সাতটায় চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত উপমহাসচিব কবিরুল ইসলাম জানান, সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে।
আরও পড়ুন:
গণভবনে ডাক পেলেন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা
কবিরুল ইসলাম এ–ও জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৫৯ জন পরিচালকের ভোট গ্রহণ হয়। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩৯১। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়া এ ভোট গ্রহণে ৩৪ জন তাঁদের ভোট প্রদান করতে পারেননি।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি প্যানেল। এর মধ্যে মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন সাফি প্যানেলে সভাপতি ও মহাসচিব পদপ্রার্থী ছাড়া সম্পাদকীয় পদে প্রার্থী হন আবুল খায়ের বুলবুল (সহ-সভাপতি), সালাউদ্দিন (উপমহাসচিব), সাইমন তারিক (কোষাধ্যক্ষ), আবদুর রহিম বাবু (সাংগঠনিক), রফিক শিকদার (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), এস ডি রুবেল (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), মুস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ও ক্রীড়া)।
আরও পড়ুন:
পাল্টে যেতে পারে আন্দোলনের ধরন
অন্য প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন টানা দুইবারের মহাসচিব শাহীন সুমন। তিনি প্যানেল গড়েন শাহীন কবির টুটুলকে নিয়ে। এই প্যানেল থেকে সম্পাদকীয় পদে প্রার্থী হন মনতাজুর রহমান আকবর (সহসভাপতি), কবিরুল ইসলাম রানা (উপমহাসচিব), সেলিম আজম (কোষাধক্ষ), ওয়াজেদ আলী বাবুল (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), সাইফ চন্দন (সাংস্কৃতিক ও ক্রীড়া)।