মাদক মামলায় সম্রাট-আরমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং তার সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেছে আদালত।
আজ বুধবার ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ মামলায় সাক্ষ্য দেয় মামলার বাদী র্যাব-১ এর তৎকালীন ডিএডি আব্দুল খালেক।
বিচারক মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার বাদীর জবানবন্দী শেষে আগামি ১৫ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছেন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মাহফুজ হাসান বলেন, ‘মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ছিল। এদিন মামলার বাদী সাক্ষ্য দিয়েছেন।’
এর আগে গত ৩০ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে সম্রাট ও আরমানের বিচার শুরু হয়। তারা আদালতে হাজির না হওয়ায় জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলা থেকে জানা গেছে, ২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্য প্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্য প্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। ওই দিনই রাত পৌনে ৯টার দিকে সম্রাটকে কারাগারে নেয়া হয়। ৭ অক্টোবর বিকেলে র্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় অস্ত্র ও মাদক মামলা করেন। ২০২০ সালের ৬ নভেম্বর অস্ত্র আইনের মামলায় সম্রাটের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক। ওই বছরের ৯ ডিসেম্বর মাদক মামলায় সম্রাট এবং আরমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর এসআই আ. হালিম।