শিক্ষকদের বের করে দিয়ে ঢাকা পলিটেকনিকে তালা শিক্ষার্থীদের (ভিডিও)
ছয় দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছে কারিগরি ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষকদের বের করে দিয়ে ঢাকা পলিটেকনিকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন এবং প্রিন্সিপালের কার্যালয়ের প্রবেশপথে তালা লাগিয়ে দিয়েছেন। এ সময় তারা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দেন।
পরে দুপুর ১২টার দিকে ইনস্টিটিউটের শহীদ চত্বরে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন কারিগরি ছাত্র আন্দোলন নামক প্ল্যাটফর্মের নেতারা।
ঢাকা পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থী ও কেন্দ্রীয় প্রতিনিধি জুবায়ের পাটোয়ারি বলেন, ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত কমিটি আমাদের সবগুলো দাবি পূরণ করতে পারবে না। আমাদের কিছু দাবি শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর। ফলে আমরা চাই কারিগরি শিক্ষা সংস্কার গঠন করা হোক। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।’
এর আগে গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক (অস্থায়ী) সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে শাটডাউন কর্মসূচি চলবে।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
দেখুন ভিডিওতে: