বিইউপিতে ২টি গবেষণা প্রকল্পের ফলাফল নিয়ে সেমিনার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
২৭ এপ্রিল ২০২৫, ২১:৩৮
শেয়ার :
বিইউপিতে ২টি গবেষণা প্রকল্পের ফলাফল নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ (সিএসএসআর)-এর উদ্যোগে আয়োজিত সেমিনারে ২০২৩-২০২৪ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর অর্থায়নে পরিচালিত দুটি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হয়। 

সেমিনারে আলোচিত প্রথম গবেষণার শিরোনাম ছিল ‌‘Health Implications of Extreme Climate Change: Evidence from the Selected Coastal Bangladesh’ যেখানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকির ওপর আলোকপাত করা হয়।

দ্বিতীয় গবেষণাটি ছিল ‘Service Quality of the Digital Land Services of Local Administration in Bangladesh: A Study of Upazila Land Office (ULO)’ যার মাধ্যমে উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের ডিজিটাল ভ‚মি সেবার মান, নাগরিক সন্তুষ্টি, আস্থা ও সেবার গ্রহণযোগ্যতা মূল্যায়ন করা হয়েছে।

সেমিনারটির উদ্দেশ্য ছিল এই দুটি গবেষণা প্রকল্পের গুরুত্বপূর্ণ ফলাফলসমূহ বিইউপির শিক্ষাবিদ, গবেষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা। এছাড়া এধরনের সেমিনারের আয়োজন একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে গবেষণালব্ধ জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সেমিনারে বিইউপির সংশ্লিষ্ট গবেষকরা তাদের গবেষণার মূল বিষয়বস্তু ও সুপারিশসমূহ উপস্থাপন করেন।

বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্‌বুব-উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।