নাইজেরিয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাংলা নববর্ষ উদযাপন
বাংলাদেশ হাইকমিশন, আবুজা আনন্দঘন পরিবেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত ২৬ এপ্রিল পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে। এ উপলক্ষে বাংলাদেশি সাংস্কৃতিকে তুলে ধরার জন্য অনুষ্ঠানস্থল বাংলাদেশ হাউজ চত্বরকে বর্ণিল রঙ, রঙিন কাগজ, বেলুন, ফেস্টুন, পোষ্টার, ফুল, পালকি, ভ্যান, নকসীকাঁথা, মাটির হাড়ি ইত্যাদি দিয়ে সাজানো হয় যা বাংলাদেশ হাউজকে এক টুকরো বাংলাদেশে পরিনত করে।
অনুষ্ঠানে নাইজেরিয়ায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের পত্নি/প্রতিনিধি,কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সরকারি-বেসরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কবি-সাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও গণ্যমাণ্য ব্যক্তি এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন । এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নাইজেরিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক অনুবিভাগের পরিচালক (উইং প্রধান) এম্বাসেডর মোহাম্মদ হায়দারা । প্রবাসী বাংলাদেশীরা ঐতিহ্যবাহী রঙিন পোষাক ও তাঁদের প্রাণের হিল্লোল, আবেগ, ভালবাসা ও হৈ-হুল্লোড়ে অনুষ্ঠান হয়ে উঠে এক অনাবিল মিলন মেলায়।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্যা এ্যাফেয়ার্স মোঃ অহিদুজ্জামান লিটন উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন । বক্তব্যে, তিনি বিদেশে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানান । গেষ্ট অব অনার এম্বাসেডর মোহাম্মদ হায়দারা তাঁর বক্তব্যে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে সামাজিক, সাংস্কৃতিক অনেক মিল রয়েছে যা দুদেশের মধ্যকার কূটনৈতিক, ব্যবসায়িক ও সাংস্কৃতি সম্পর্ককে আরও দৃঢ় করবে।
অতঃপর, উপস্থিত অতিথিগণ শিশু-কিশোর ও প্রবাসী বাংলাদেশী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন । এতে শিল্পীরা কবিতা, বক্তৃতা, নৃত্য ও গান পরিবেশন করেন যা উপস্থিত অতিথিদেরকে বিমোহিত করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে, উপস্থিত সকলের উৎসবমুখর অংশগ্রহণে ঐতিহ্যবাহী আনন্দ শোভযাত্রা করা হয়।
শেষে, অতিথিদেরকে পিঠা, পায়েস, মিষ্টি ও দেশীয় খাবার পরিবেশন করে আপ্যায়ন করা হয়।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার