‘পোপ ফ্রান্সিসের সঙ্গে ড. ইউনূসের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল’
বন্ধু পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতেই ভ্যাটিকান সিটি গেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। গতকাল শুক্রবার ইতালির রাজধানী রোমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘গতকাল শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা এয়ারপোর্ট থেকেই সরাসরি চলে যান ভ্যাটিকান সিটিতে। সেখানে তিনি প্রায় ২০ মিনিট অবস্থান করেন।’
মতবিনিময়কালে প্রেস সচিব শফিকুল আলম জানান, পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল। বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই তিনি পোপের শেষকৃত্যে যোগ দিতে এসেছেন।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
সভায় ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হকসহ দূতাবাস কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার স্থানীয় সময় বেলা ১১টা থেকে শুরু হবে জনপ্রিয় এই পোপের অন্ত্যোষ্টিক্রিয়া। প্রধান উপদেষ্টা এই সময় যোগ দেবেন এই শ্রদ্ধা নিবেদনের পর্বে। যেখানে প্রায় ১৩০টি দেশের সরকার প্রধানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।