সিকৃবিতে পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লেন ছাত্রদল কর্মী

সিকৃবি প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৮
শেয়ার :
সিকৃবিতে পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লেন ছাত্রদল কর্মী

সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এক ছাত্রদল কর্মী। ওই ছাত্রের নাম রাকিব হোসেন আফ্রাদ । তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র। 

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল মঙ্গলবার কৃষি অনুষদের ষষ্ঠ সেমিস্টারের প্যাথলজি-৩২১ তত্ত্বীয় ফাইনাল পরীক্ষা চলাকালীন সময় হল পরিদর্শক তাকে পাকড়াও করেন। তিনি মোবাইলে ইন্টারনেট চালু করে পরীক্ষা দিচ্ছিলেন বলে জানান হল পরিদর্শক। পরে অভিযুক্তের উক্ত বিষয়ের পরীক্ষার খাতা আর ফেরত দেওয়া হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ওই ছাত্রের অসদুপায় অবলম্বনের ব্যাপারটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম জানান, এই বিষয়ে জড়িত পরিক্ষার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ব্যবস্থা নিবেন। 

তবে, এ বিষয়ে নকলে অভিযুক্ত শিক্ষার্থী রাকিব হাসান আফ্রাদ এর সঙ্গে কথা বললে তিনি অভিযোগ স্বীকার করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক ড. কাজী মেহেতাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তার জন্য যা শাস্তি, তা সে পাবে। ইতোমধ্যে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়েছে।