এমবিএমের ২৫ বছর পূর্তি

অনলাইন ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ২০:১৯
শেয়ার :
এমবিএমের ২৫ বছর পূর্তি

নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এমবিএম অ্যালামনাই সোসাইটির ২৫ বছর পূর্তি। গত শুক্রবার মিরপুরে নিজেদের ক্যাম্পাসে এমবিএম প্রোগ্রামের সিলভার জুবিলী উদযাপন করা হয়।

এলামনাই পুনর্মিলনী অনুষ্ঠানে শিশুদের নিত্য পরিবেশনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী প্রীতম হাসান, এলামনাই এসোসিয়েশিনের সদস্যদের ব্যান্ড অবয়ব ও তাজমিনুর। এ ছাড়া অনুষ্ঠানে ছিল র‌্যাফেল ড্র ও ডিজে। ডিজে পরিচালনা করেন আভিলা।

অনুষ্ঠানে এমবিএমের দুই বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে প্রাইম ব্যাংক পিএলসির অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. কাওসার হাবিনের নাম ঘোষণা করা হয়।

বর্ষপূর্তির পুরো আয়োজনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন আগের কমিটির সাধারণ সম্পাদক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এএনএম তানিম।

অনুষ্ঠানে অ্যালামনাই এবং তাদের পরিবারবর্গসহ প্রায় দেড় হাজার অতিথি অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। 

এ সময় বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের মহাপরিচালক ও বিআইবিমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীকে স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইবিএমের মহাপরিচালক মো. আখতারুজ্জামান, ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক মো. নেহাল আহমেদ, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের পৃষ্ঠপোষণায় ছিল ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপ।