এ বছর মিশিগানে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হবে
যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামিক সিটিতে বাংলা হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন রথযাত্রা এ বছরও উদ্যাপিত হতে যাচ্ছে হ্যামট্রামিক শহরে।
আগামী ২৮শে জুন, শনিবার, সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ঐতিহাসিক শোভাযাত্রা। যার আয়োজন করছে স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন “সনাতন সংঘ”।
রথযাত্রার সূচনা হবে বেলমন্ট ও গ্যালাঘার স্ট্রিটের মোড় থেকে। এখান থেকে বর্ণিল রথটি ইয়েমেন স্ট্রিট হয়ে একটি লুপ ঘুরে মূল প্রারম্ভস্থলে ফিরে আসবে। রথযাত্রার পথে সিটি হল পার্কিং লটে এক সংক্ষিপ্ত বিরতিতে অনুষ্ঠিত হবে ভক্তিমূলক কীর্তন এবং আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
এদিকে সনাতন সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শোভাযাত্রায় প্রায় ১২০০ মানুষ অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এছাড়া মিশিগানের বিভিন্ন স্তরের নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছেন।
রথযাত্রাটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি হ্যামট্রামিকের বহু সাংস্কৃতিক ঐক্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক। সকল ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠীর মানুষ এই আয়োজনে অংশ নিতে পারেন, যা এক অনন্য সামাজিক বন্ধনের উদাহরণ হয়ে উঠেছে।
হ্যামট্রামিকের মেয়র, সিটি কাউন্সিল, ও প্রশাসনিক কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে রথযাত্রায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। সনাতন সংঘের পক্ষ থেকে হ্যামট্রামিক ও আশপাশের সকল পরিবারকে এই পবিত্র ও আনন্দঘন আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।