নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পহেলা বৈশাখ উদযাপন

প্রবাস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১৯:২৪
শেয়ার :
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পহেলা বৈশাখ উদযাপন

বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লিতে ঐতিহ্যবাহী উৎসব ও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে। এ উপলক্ষে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কূটনীতিক, প্রবাসী বাংলাদেশি, ভারতীয় বন্ধু, গণমাধ্যম প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক উপস্থাপনায় অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া লাগে। আগত অতিথিদের জন্য পরিবেশিত হয় নানান ধরনের ঐতিহ্যবাহী পিঠা ও বৈশাখী খাবার, যা অতিথিদের রসনা তৃপ্ত করে।

নয়াদিল্লির গ্রীষ্মের প্রেক্ষাপটে এই রঙিন আয়োজন ছিল বাঙালির নববর্ষের চেতনার এক উজ্জ্বল প্রতিফলন—ঐতিহ্য, উৎসব, আশাবাদ এবং আন্তরিক সম্প্রীতির অনন্য মিলনমেলা।