হজের জন্য ওমরাহ পালনে নিষেধাজ্ঞা
ওমরাহ পালনে সৌদি আরবে ভ্রমণের সুযোগ গতকাল রবিবার থেকে বন্ধ। শুরু হয়েছে হজের প্রস্তুতি। হজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ১৫ শাওয়াল এর পর আর কোনো বিদেশি ওমরাহযাত্রী দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
অপরদিকে, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- ওমরাহ ভিসায় আগতদের নির্ধারিত মেয়াদের মধ্যে নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থ হওয়া এজেন্সিগুলোর বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নির্ধারিত নিয়ম লঙ্ঘনকারীদের ন্যূনতম এক লাখ রিয়াল জরিমানা গুনতে হতে পারে। প্রয়োজনে বাড়তেও পারে শাস্তির পরিমাণ।
এছাড়া, ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। এই সময়ের পরে কেউ সৌদিতে অবস্থান করলে তা হবে আইন লঙ্ঘনের শামিল।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে—নির্ধারিত সময় অতিক্রম করলে যাত্রীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। তাই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ওমরাহযাত্রীদের নিজ দেশে ফিরে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন:
ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র