কৃষি গুচ্ছে উপস্থিতি কত, জানা গেল
কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এই পরীক্ষা ৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং ১৩টি উপকেন্দ্রে একযোগে গতকাল শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এ বছর মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ২০ জন শিক্ষার্থী। তবে এর মধ্যে ৯১ হাজার ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সেই হিসাবে উপস্থিতির হার ৯৬ দশমিক ৮৩ শতাংশ।
আজ রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভর্তি কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ড. মো. হেলাল উদ্দিন।
তিনি জানান, ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্নপত্র ছিল আগের বছরের তুলনায় মানসম্মত, তবে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে কিছু প্রশ্ন এসেছে । দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ১৫ এপ্রিল ফলাফল প্রকাশ করা হবে।
জানা গেছে, কৃষি গুচ্ছে অংশগ্রহণকারী ৯টি বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসন সংখ্যা হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১১১৬, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!