জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সাভার প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৪:২৭
শেয়ার :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষকরা।

এ সময় মার্কিন সাম্রাজ্যবাদ এবং তৈলাস্ত্র প্রয়োগ না করায় আরব বিশ্বের বিরুদ্ধে দাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এতে উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, অনুষদ ডিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

সেখান থেকে গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘যারা মানবতার কথা বলেন, তাদের নাকের ডগায় বসে এই হত্যাযজ্ঞ চলছে। এই হত্যার দায় মার্কিন যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বকে বহন করতে হবে। এখন ফিলিস্তিনবাসীকে রক্ষায় আমাদের সবার এগিয়ে যেতে হবে। এজন্য কোনো ধর্মের দরকার নেই।’ 

এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান শিক্ষকরা। এ ছাড়া 'দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা' শীর্ষক শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, এ কর্মসূচির আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এদিকে একই প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।