‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে শাবিপ্রবির সংহতি
ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আজ (৭ এপ্রিল) বিশ্বব্যাপী ঘোষিত ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
এর আগে গাজায় চলমান ইসরায়েলি হামলা ও ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে গতকাল শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই মানবিক অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।