মিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বাংলাদেশ দুতাবাস কায়রো যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যের সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করা হয়। গতকাল বুধবার প্রত্যূষে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচী সূচিত হয়। মান্যবর রাষ্ট্রদূত সামিনা নাজ দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সংগীত সহকারে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এরপর দূতাবাসের সম্মেলন রুমে দিবসটির কার্যক্রম শুরু হয়। প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, নির্যাতিতা মা-বোন, জুলাই-আগস্ট এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পরে দিবসটি উপলক্ষ্যে পাঠানো রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়। এরপর আলোচনা সভায় বক্তব্য দেন মিসরে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত সামিনা নাজ। সবশেষে দিবসটি উপলক্ষ্যে প্রেরিত একটি প্রামান্যচিত্র প্রদর্শিত হয়।
মান্যবর রাষ্ট্রদূত উপস্থিত সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ এর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, সম্ভ্রম হারানো মা বোনদের প্রতি তার অশেষ শ্রদ্ধা আপন করেন। তিনি জুলাইয়ে গণঅভ্যুত্থানে শহীদদের এবং অসংখ্য আহতদের স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।
১৯৪৭ থেকে দীর্ঘ ২৪ বছরে সংঘটিত বিভিন্ন আন্দোলন সংগ্রাম চুড়ান্ত রূপ লাভ করে আমাদের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এবং দীর্ঘ ৯ মাসের রক্তক্ষ যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি আমাদের চূড়ান্ত বিজয়। মান্যবর রাষ্ট্রদূত ১৯৭১ সালের ২৫ মার্চ সংঘটিত ঘৃন্যতম গণহত্যার বিষয় আলোকপাত করে বলেন, এই গনহত্যা ছিলো বাংলাদেশকে নেতৃত্ব এবং মেধাশুন্য করার এক ঘৃন্য
মান্যবর রাষ্ট্রদূত বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের চলমান অগ্রযাত্রার বিষয়ে আলোকপাত করেন। বর্তমানে বাংলাদেশের রপ্তানী আয় বেড়েছে ১০ ভাগ। বিনিয়োগ কে উৎসাহিত করার জন্য আগামী মাসে আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সামিট।
পবিত্র হজ সম্পাদনের জন্য সৌদিআরব যাত্রাসহ আরব দেশগুলো ভ্রমনে ৭৫ শতাংশ পর্যন্ত বিমান ভাড়া কমানোর কথা বিশেষভাবে উল্লেখ করেন। বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরন করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পুরণের বিষয়ে এগিয়ে চলেছে। বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের অগ্রযাত্রাকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে স্বীয় ভূমিকা যথাযথভাবে পালনের আহবান জানান। তিনি আন্তর্জাতিক শান্তির প্রতি বাংলাদেশের দৃঢ় অংগীকারের ব্যাপারে আলোকপাত করে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের সাফল্যের কথা উল্লেখ করেন।
মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ মিসর দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে বলেন মাননীয় প্রধান উপদেষ্টার মিসর সফর এবং পরবর্তীতে পররাষ্ট্র সচিব নেতৃত্বে বাংলাদেশ মিসর ২য় করেন অফিস কনসালটেশন এর মাধ্যমে সম্পর্ক জোরদারকরন এবং সহযোগীতার নতুন ক্ষেত্র উম্মোচিত হয়েছে।
পবিত্র রমজানের পবিত্রতা বজায় রেখে সীমিত পরিসরে দুতাবাস প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করা হয়। বিশেষভাবে উল্লেখ্য যে, পবিত্র রমজান এবং ঈদ পরবর্তী সময়ে মিসর সরকারের মন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিসর সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ডিপ্লোম্যাটিক কমিউনিটির সম্মানিত সদস্যবৃন্দ, মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আন্তরজাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশী শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ, মিসরে প্রসিদ্ধ বাংলাদেশী ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীবৃন্দ, পেশাজীবী, শ্রমজীবীসহ বাংলাদেশী মিডিয়া ব্যক্তিত্বের উপস্থিতিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৫ এর অভ্যর্থনা অনুষ্ঠান জমকালোভাবে উদযাপন করা হবে।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার