স্টকহোমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

প্রবাস ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১৮:০৮
শেয়ার :
স্টকহোমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাস, স্টকহোম কর্তৃক মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ২৬ মার্চ সকালে দিনের শুরুতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে বিকালে দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে সমবেতস্বরে জাতীয় সংগীত পরিবেশনা করা হয়। এরপর দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স আমরিন জাহান-এর নেতৃত্বে আমন্ত্রিত অতিথিগণ দূতাবাসের প্রতীকি স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এরপর মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাগণ। 

এরপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। বক্তারা তাদের আলোচনায় মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষাধিক শহীদের আত্মত্যাগ এবং ২ লক্ষাধিক মা ও বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার কথা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন। বক্তারা আরো বলেন, এ দেশের আপামর জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানী দখলদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং নয় মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনে। বক্তারা আজ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন, শান্তি এবং সমৃদ্ধির পথে কাজ করার শপথ করেন।