মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেটে গণহত্যা দিবস পালন
যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় মহান গণহত্যা দিবস পালিত হয়েছে। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় আজ বুধবার রাতে কনসাল জেনারেল সেহেলী সাবরীন কনস্যুলেটে কর্মরত সবার উপস্থিতিতে কনস্যুলেট প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মিশনের সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই ২৫ মার্চের কালরাত ও মহান স্বাধীনতা যুদ্ধের লাখো শহীদ এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
মহান স্বাধীনতা যুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
কনসাল জেনারেল সেহেলী সাবরীন তার বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করেন। গণহত্যা সম্পর্কে আলোচনা করে তিনি এ দিনটিকে ইতিহাসের নৃশংসতম ও অন্যতম নারকীয় হত্যাকাণ্ড হিসাবে উল্লেখ করেন এবং এর বিচারের আশাবাদ ব্যক্ত করেন। একইসাথে তিনি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট গণঅভ্যুথানের চেতনাকে ধারণ করে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার অংঙ্গীকার ব্যক্ত করেন।