বিসিসিবি ওমেনের ভিন্ন ধারার ইফতার আয়োজন

সংবাদ বিজ্ঞপ্তি
২৫ মার্চ ২০২৫, ২১:২৫
শেয়ার :
বিসিসিবি ওমেনের ভিন্ন ধারার ইফতার আয়োজন

কানাডার স্কারবোরো বসবাসরত বাংলাদেশি ১০টি পরিবারের সম্মিলিত উদ্যোগে বিসিসিবি ওমেনের পক্ষে সর্বমোট ৫২ জন ছাত্র-ছাত্রীদের জন্য ভিন্ন ভিন্ন লোকেশন থেকে ইফতার বাক্স পিকআপ আয়োজন করা হয়। গত ২৩ মার্চ বিসিসিবি ওমেনের সুন্দর এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন কো-ফাউন্ডার রিমন মাহমুদ এবং সায়মা হাসান।

এই আয়োজনে ভিন্নতা আনেন কানাডায় বসবাসরত বাংলাদেশী দশটি পরিবার আলাদাভাবে ইফতার তৈরি করে। এডমিন হিসেবে তানিজা রেজা ৫২ জন ছাত্র ছাত্রীদের মাঝে ইফতার বক্স বিতরণের ব্যবস্থা করেন।

বিসিসিবি ওমেনের পক্ষে সায়মা হাসান , তানিজা রেজা , রিঙ্কু শরীফ, সালমা ইসলাম, কঙ্কা আমিন, তানজিনা চৌধুরী, হাফসা নুসরাত খান, শান্তা কোরেশী, সুইটি মাহমুদ এবং আতিয়া আলী পরিবারকে এই ক্ষুদ্র উদ্যোগে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। 

কানাডায় বসবাসরত বাংলাদেশি ভাই, বোনদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় সিক্ত বিসিসিবি ওমেন যারা ইফতার বাক্স পিকআপ করে আয়োজনটি সফল করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।