বাংলাদেশে আইনশৃঙ্খলার অবনতি ও মব জাস্টিস বন্ধের দাবিতে লন্ডনে সেমিনার

অনলাইন ডেস্ক
২১ মার্চ ২০২৫, ১৯:৪৭
শেয়ার :
বাংলাদেশে আইনশৃঙ্খলার অবনতি ও মব জাস্টিস বন্ধের দাবিতে লন্ডনে সেমিনার

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিস ফর ভিক্টিমস ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের বারাকা রেষ্টুরেন্টে একটি সেমিনার ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেমিনারে বাংলাদেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, মব জাস্টিসের মত ঘটনাসমূহের মাধ‍্যমে মানবাধিকার লঙ্ঘন এবং প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ও সহসাধারণ সম্পাদক ফাহিম আহমেদের যৌথ পরিচালানায় অনুষ্ঠিনটিতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব‍্যাবসায়ী ইসলাম উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিষ্টার আবু বকার মোল্লা। প্রধান বক্তা ছিলেন টাওয়ার হ্যামলেট নির্বাচিত স্পিকার ব্যারিষ্টার সাইফুদ্দীন খালেদ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে অনতিবিলম্বে ব্রিটেনে বসবাসরত সকল বাংলাদেশিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচনে ব্রিটেন থেকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার প্রয়োজনীয় ব‍্যাবস্থা গ্রহণ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, মানবাধিকার সংগঠন পিচ ফর বাংলাদেশের চেয়ারম্যান মো. ডলার বিশ্বাস ও সংগঠনটির ভাইস চেয়ারম্যান মো. মাহিন খান, সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার, বিএনপির সহকারী প্রচার সম্পাদক অধ্যাপক মইনুল হুসেন, তরুণ আইনজীবী সাইফুর রহমান পারভেজ, জাস্টিস ফর ভিক্টিমস ইউকের সভাপতি মো. জহিরুল ইসলাম, মানবাধিকার সংগঠন রাইট অফ পিপলসের সভাপতি আসাদুজ্জামান শাফি, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, জাস্টিস ফর ভিক্টিমস ইউকের মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ লতিফ আহমদ।

অতিথিরা তদের বক্তব‍্যে চলমান বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব জাস্টিসের মাধ্যমে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানান।

সেমিনার ও ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, সংগঠনের আইন সম্পর্কিত সম্পাদক নাদিয়া ফাতেমা, অনুষ্ঠান ব‍্যস্থাপনা সম্পাদক মারুফ আহমেদ, সহকারী সাংগঠনিক সম্পাদক মো. রায়হান মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মুহিবুর রহমান বুলবুল, সহকারী মিডিয়া সম্পাদক ইমতিয়াজ আহমেদ ঈমন, সহকারী তথ্য সচিব জাহিদ আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আহমেদ।

এছাড়াও সেমিনার ও ইফতার মাহফিলে আরও উপিস্থিত ছিলেন অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের সভাপতি জয়নুল আবেদীন, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সভাপতি রায়হান আহমেদ, কমিউনিটি নেতা আবদুল আলী, অ‍্যাকাউন্টেন্ট খন্দকার হুসাইন আহমদ ইমন, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান মনসুর হুসাইন, সিলেট পলিটেকনিক কলেজের শিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এসিসট্যান্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আবদুল্লাহ আল ইমরান, এসিস্ট‍্যান্ট কালচারাল সম্পাদক জামিল আহমেদ, এসিস্ট্যান্ট ফিনান্স সেক্রেটারি সাজ্জাদ হুসাইন মাহান, মানবাধিকার কর্মী আব্দুল মান্নান (রাজু), সাবেক ছাত্র নেতা আশরাফুজ্জামান (জুয়েল), মানবাধিকার কর্মী মজিদ মিয়া, মানবাধিকার কর্মী রোকশান হোসাইন, বিএনপি নেতা নিজাম উদ্দিন, মানবাধিকার কর্মী মো. নোমান মিয়া, সুলতান আহমেদ, হুসাইন আহমদ ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আলী প্রমুখ।