ফিঙ্গারপ্রিন্ট-বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় শনাক্ত করবে শাবিপ্রবি
ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে হিজাব কিংবা নিকাব পরিহিত নারী শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করার উদ্যোগ নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিকাব ও হিজাব পরিহিত নারী শিক্ষার্থীদের পরিচয় শনাক্তকরণে প্রয়োজনে নারী সহকারী প্রক্টর/নারী শিক্ষক-এর সহযোগিতা নেওয়া হবে। পরিচয় শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্ট অথবা বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাব্যতার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার কেন্দ্রে এক শিক্ষার্থীর অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক হিজাব খোলার অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা রনির বিরুদ্ধে।পরবর্তীতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হলে কর্তৃপক্ষ পরিচয় শনাক্তকরণের এ উদ্যোগ নেয়।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!