পরিবারসহ এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার এবং তার স্ত্রী মেহেরুন্নেছার নামে ঢাকার উত্তরায় থাকা দুইটি ফ্ল্যাট ও তাদের নামে থাকা চারটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। জব্দ হওয়া ব্যাংক হিসাবে ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা জমা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের উপসহকারি পরিচালক মোহাম্মদ শাহ জালাল এসব স্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশনের একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, আসামি তার নামীয় স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে সম্পদের ক্ষতির কারণ রয়েছে। এ জন্য এসব স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি