ঢাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় অর্নবের জামিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সহকারী বুক বাইন্ডার মোস্তফা আসিফ অর্নবের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই জামিনের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর (নি.) তৌফিক হাসান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অর্নবের পক্ষে তার আইনজীবী আজমত হোসাইন জামিন চেয়ে আবেদন করেন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
শাহবাগ থানার (নারী ও শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জামিনের বিষয় নিশ্চিত করে বলেন, ‘বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। আসামিপক্ষ জামিন আবেদন করেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।’
শ্লীলতাহানির ঘটনায় ওই শিক্ষার্থী শাহবাগ থানায় এই মামলা করেন।
মামলায় অভিযোগ থেকে জানা যায়, ওই শিক্ষার্থী ৫ মার্চ দুপুর দেড়টার দিকে শাহবাগ থানাধীন জাতীয় যাদুঘরের সামনে থেকে বন্ধুর সঙ্গে হেঁটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাচ্ছিলেন। রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ অর্নব ওই শিক্ষার্থীর সামনে আসে। পর্দা করে নাই কেন- বলে প্রশ্ন করে। ওড়না ঠিক নাই কেন বলাসহ আরও কুরুচিপূর্ণ কথা বলে তাকে যৌননিপীড়ন করে।
ওই শিক্ষার্থী প্রক্টরকে মোবাইলে কল দিতে চাইলে অর্নব দৌড়ে পালিয়ে যায়।পরবর্তীতে বিষয়টি সে তার সহপাঠীদের অবহিত করে এবং ফেসবুকে পোস্ট করে।
পোস্টে একজনের ছবি যোগ করে তিনি লেখেন, ‘এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় দিয়ে বলতেছে আমার ড্রেস ঠিক নাই ইত্যাদি... ...এরপর আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌড় দিয়ে চলে যায়।’