শেকৃবিতে শাখা ছাত্রদল সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিছু শিক্ষার্থী শাখা ছাত্রদল সম্পাদক আলমগীর কবির এবং তার অনুসারীদের অবাঞ্চিত ঘোষণা করেছে।গতকাল রবিবার রাত ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটে তার কুশপুত্তলিকা পোড়ানোর মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।
বিজয় ২৪ হলের ক্যান্টিন সংক্রান্ত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা দুই ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়, যা দ্রুত পুরো হলে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
জানা যায়, ২২ ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম ত্বোহা ফেসবুকে বিজয় ২৪ হলের ক্যান্টিন নিজ ব্যাচের কিছু শিক্ষার্থীর মাধ্যমে পরিচালনার একটি প্রস্তাবনা দেন।তার পোস্টের কমেন্টে ২১ ব্যাচের শিক্ষার্থী রায়হান হৃদয় শুধুমাত্র এক ব্যাচের শিক্ষার্থীদের মাধ্যমে ক্যান্টিন পরিচালনার বিরোধিতা করেন। পরে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে মতবিরোধ শুরু হয়, যা একপর্যায়ে সরাসরি কথোপকথনে উত্তপ্ত বাকবিতণ্ডায় রূপ নেয়।
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. জাহিদুর রহমান বলেন, ইফতারের আগে ২১ ও ২২ ব্যাচের সিনিয়র জুনিয়রদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ২২ ব্যাচের যে ছেলে ক্যান্টিনের খাবারে মান নিয়ে মন্তব্য করেছে, তার মন্তব্যের সঙ্গে খাবারের মানের কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, ‘সে আমার সঙ্গে আলোচনা না করেই নিজে ক্যান্টিন পরিচালনার দায়িত্ব নিতে চেয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করেছে। তবে বর্তমানে যে ক্যান্টিন চালায় সে খুব সুন্দরভাবেই চালাচ্ছে এবং খাবারের মান যথেষ্ট ভালো আছে।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
এ ঘটনায় শেকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবিরের ইন্ধন রয়েছে বলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিছু শিক্ষার্থী তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কুশপুত্তলিকা দাহ করেন।