নাপোলিতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা পেল ৫শ প্রবাসী
বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ধারাবাহিক ভ্রাম্যমাণ কনস্যুলার সার্ভিস ইতালির বন্দর নগরী নাপোলিতে শনি ও রবিবার দুই দিনব্যাপী সেবা প্রদান করা হয়েছে। দুই দিনে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশিকে এই সেবা প্রদান করা হয়।
বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার রিয়াদ হোসাইন ও প্রথম সচিব সাইফুল ইসলামের নেতৃত্বে এবং বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি নাপোলি সভাপতি হাজী কবির মোড়ল ও সাধারণ সম্পাদক মামুন হাওলাদারের সার্বিক সহযোগিতায় স্থানীয় একটি হলরুমে এ সেবা প্রদান করেন দূতাবাস কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। তিনি উপস্থিত কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
কনস্যুলেট সেবা নিতে নাপোলির বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। তারা নতুন পাসপোর্ট আবেদন, পাসপোর্ট নবায়ন, নো ভিসা ও জন্ম নিবন্ধন সার্টিফিকেট, সার্টিফিকেট প্রদান, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদসহ নানাবিধ সেবা গ্রহণ করেন।
নাপোলিতে অনুষ্ঠিত দূতাবাস সেবা গ্রহণকারী প্রবাসীরা বাংলাদেশ দূতাবাসের সব কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এই ধরনের ক্যাম্পের ফলে প্রবাসীরা সময়, অর্থ এবং হয়রানি থেকে বেঁচে যাবেন এবং দূতাবাসেও চাপ কমে যাবে। দূতাবাসের এমন কার্যক্রম যেন প্রত্যেকটি শহরে অব্যাহত থাকে এমনটাই দাবি প্রবাসীদের।
বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার রিয়াদ হোসাইন বলেন, ‘আমরা প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছি। প্রবাসীদের সমস্যা সমাধানে আমরা সর্বোচ্চ আন্তরিক এবং ভবিষ্যতে দূতাবাসের কার্যক্রম অব্যাহত থাকবে।’
মনফালকনে সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দগণ বাংলাদেশ দূতাবাসের পুরো টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন।এ সময় স্থানীয় কমিউনিটি ব্যক্তিরা সহজে ও দ্রুত সেবাপ্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ ধরনের সেবা প্রতি তিন মাস পরপর অব্যাহত রাখার জোর দাবি জানান।