বিশ্বব্যাপী প্রকাশিত আলতামিশ নাবিলের ‘লুমিয়ের টু হীরালাল’

অনলাইন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২
শেয়ার :
বিশ্বব্যাপী প্রকাশিত আলতামিশ নাবিলের ‘লুমিয়ের টু হীরালাল’

বিশ্ব সিনেমার ইতিহাস ও অগ্রগতির উপর রচিত ইংরেজি গবেষণামূলক বই ‘লুমিয়ের টু হীরালাল’ প্রকাশ করেছেন লেখক-গবেষক মুহাম্মাদ আলতামিশ নাবিল। বইটি চলতি বছর অমর একুশে বইমেলা ও বিশ্বব্যাপী অ্যামাজন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। এটি প্রকাশ করেছে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক (ইউনেট) এবং পরিবেশনা করছে অদম্য প্রকাশ। সম্প্রতি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ-এ। যেখানে এর মোড়ক উন্মোচন করেন সিনেমার গবেষক মীর শামছুল আলম বাবু।

বইটি সম্পর্কে আলতামিশ নাবিল বলেন, ‘সিনেমার পোকা, কিন্তু চলচ্চিত্র মানেই যাদের কাছে হলিউড-বলিউড, সেই সব দর্শকের জন্য বইটি লেখা। বইটিতে আলোচনা করা হয়েছে সহজ ভাষায় সিনেমা শুরুর ইতিহাস। শুরুর দিকে বিশ্বজুড়ে চলচ্চিত্র আন্দোলন বা ফিল্ম মুভমেন্ট যেগুলো চলচ্চিত্রের ভাষা বদলে দিয়েছে। এছাড়া ভারতবর্ষ ও বাংলাদেশে সিনেমার শুরু, বাংলাদেশি নতুন যুগের কিছু সিনেমা এবং আরো কিছু বিশ্ব চলচ্চিত্র নিয়েও আলোচনা করা হয়েছে এতে। বইটিকে বলা হচ্ছে: বিশ্ব চলচ্চিত্র ইতিহাস- অগ্রগতির সহজপাঠ। কেউ যদি জানতে চান, বইটির বিশেষত্ব কী, তাদের উদ্দেশে একটি কথাই বলব- আর তা হলো বইটি সহজবোধ্য। এটি কোনো একাডেমিক উদ্দেশে লেখা হয়নি। এতে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস অগ্রগতির প্রাথমিক তথ্যাবলী নিয়ে লেখা হয়েছে। এর পাঠক কেবল চলচ্চিত্রে আগ্রহী সাধারণেরা। বইটি পড়ে পাঠকদের কাছে এরপর সিনেমা শুধু বিনোদনের বিষয়বস্তু নয়, কিছুটা ভাবনারও খোরাক হবে এমনটিই আশা করছি।’

তিনি জানান, বইটির নামকরণ করা হয়েছে লুমিয়ের ভাইদের নামে, যারা বিশ্বব্যাপী চলচ্চিত্র প্রদর্শনের পথিকৃৎ এবং হীরালাল সেনের নামে, যিনি ভারতীয় উপমহাদেশে সিনেমার সূচনা ঘটিয়েছিলেন। বইটির বাংলা সংস্করণ প্রথম প্রকাশিত হয়েছিল ২০২০ সালে আর ইংরেজি সংস্করণটি অনুবাদ করেছেন আনিশা হায়দার চৌধুরী।

বইটির প্রচ্ছদ ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। এটি পাওয়া যাচ্ছে অদম্য প্রকাশের স্টল (সোহরাওয়ার্দী উদ্যান, স্টল নং ৪০৯-৪১০)-এ। এছাড়াও বইটি রকমারি ডটকমসহ দেশের বিভিন্ন বইয়ের দোকান এবং বিশ্বব্যাপী অ্যামাজন ডটকম থেকে সংগ্রহ করা যাবে।

নাবিলের ইতিপূর্বে রচিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- মহারাজ তোমারে সেলাম, লেট দেয়ার বি লাইট, বাংলার চলচ্চিত্রপথ, অস্কারনামা, কনটেন্ট রাইটিং-এর মহারাজা ইত্যাদি। এছাড়াও, তিনি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে একাধিক স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র নির্মাণ করেছেন এবং দেশে-বিদেশে প্রশংসিত হয়েছেন।