নির্বাচন কর্মকর্তার স্ট্যাটাস /

‘ছাত্র-জনতার ত্যাগের সুফল আমরাও পেয়েছি’

অনলাইন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৮
শেয়ার :
‘ছাত্র-জনতার ত্যাগের সুফল আমরাও পেয়েছি’

দীর্ঘ ১৭ বছর আইনি লড়াই শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে আজ মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তার চাকরি ফিরে পেয়েছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। সেই সঙ্গে ফিরে পেয়েছেন সকল সুযোগ-সুবিধাও। এর পরই শুকরিয়া আদায় করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। 

স্ট্যাটাসে নুরুল ইসলাম জাহিদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দীর্ঘ ১৭ বছর আইনি লড়াই শেষে আজ মহামান্য সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশন থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা পদের চাকরিটা সমস্ত সুযোগ-সুবিধা ও সিনিয়রিটিসহ ফিরে পেলাম।’

তিনি আরও লিখেছেন, ‘ধন্যবাদ জানাচ্ছি সিনিয়র আইনজীবী, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট প্রবীর নিয়োগী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন স্যারসহ বিভিন্ন বিষয়ে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন।’

মারা যাওয়া সহকর্মীদের বিষয়ে এই আইনজীবী লিখেছেন, ‘আমাদের তিনজন সহকর্মী ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি।’

সবশেষে বৈষম্যবিরোধী আন্দোলন প্রসঙ্গে নুরুল ইসলাম জাহিদ লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করছি।ছাত্র-জনতার আন্দোলন ও ত্যাগের সুফল অনেকের মতো আমরাও আজকে পেয়েছি।’

উল্লেখ্য, ১৮ বছর আগে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।সেই সঙ্গে এসব কর্মকর্তাকে সকল সুযোগ-সুবিধাও ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।একই সঙ্গে মামলা চলাবস্থায় যে তিনজন কর্মকর্তা মারা গেছেন, তাদের পরিবারকেও সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।