কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫
শেয়ার :
কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস উপলক্ষে কাতারে অনুষ্ঠিত হয়েছে স্টার গোল্ড প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট। ১৬ টি দলের অংশ গ্রহণে এক সপ্তাহব্যাপী চলা এই টুর্নামেন্ট শেষ হয় বর্নাঢ্য আয়োজনে। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। মাঈন উদ্দিন নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম সিআইপি, জাহাঙ্গীর হোসেন, মোঃ শাহিদুল ইসলাম ও বাংলাদেশ প্রেসক্লাব কাতারের সভাপতি কাজী শামীম, বেলায়েত হোসেনসহ আরও অনেকে। 

গোল্ড কাপ চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ীদের মাঝে তুলে দেওয়ার মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন টুর্নামেন্টে অংশ খেলোয়াড়েরা।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘জুলাই-আগষ্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়, যার ফলে সর্বত্র তারুণ্যের উৎসব চলছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন হওয়ায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। এছাড়া আগামীতে প্রবাসীদের নিয়ে যেকোনো বিনোদনমূলক আয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা অব্যাহত থাকবে।’

স্টার গোল্ড-এর কাতারের কান্ট্রি ম্যানেজার মাঈন উদ্দিন নোমান বলেন, ‘আগামীতে আরও বড় পরিসরে আমাদের আয়োজনে ব্যাপকতা থাকবে। এবারে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি বিজয়ী দলকে আর্থিকভাবেও পুরষ্কৃত করা হয়। আমি বিশ্বাস করি, ক্রীড়া চর্চার মাধ্যমে কর্মক্ষেত্রে প্রবাসীদের মধ্যে কর্ম তৎপরতা অনেকাংশে বৃদ্ধি পায়।’